সড়ক দুর্ঘটনায় নিহত ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার

pesurচট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যখন বাংলাদেশ দলের বিপক্ষে খেলছিলেন ক্যারিবিয়ানরা, তখন এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ওয়েস্ট ইন্ডিজে।

সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা গেলেন দেশটির সাবেক ফাস্ট বোলার এজরা মোসলে।

শনিবার বার্বাডোজে এ দুর্ঘটনা ঘটে। তার বয়স হয়েছিল ৬৩ বছর।

মোসলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

সংস্থাটির পরিচালক জিমি অ্যাডামস এক বিবৃতিতে বলেছেন, ‘হঠাৎ আমাদের কাছে দুঃসংবাদটি এলো যে, এজরা মোসলে আজ (শনিবার) সকালে মৃত্যুবরণ করেছেন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বার্বাডোজে। এ ঘটনা পুরো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ পরিবার খুব মর্মাহত। এজরা ছিলেন আমাদের সময়কার অন্যতম ফাস্ট বোলার।’

বার্বাডোজের পুলিশ জানিয়েছে, শনিবার ব্রিজটাউনের কাছে ক্রাইস্টচার্চে সাইকেল চালাচ্ছিলেন মোসলে। এ সময় দুরন্তগতিতে ছুটে আসা একটি গাড়ি ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান মোসলে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিকে মোসলের ক্যারিয়ার ততটা উল্লেখযোগ্য নয়। তবে ওয়েস্ট ইন্ডিজ দলের স্বর্ণযুগের ক্রিকেটার তিনি। খেলেছেন কিংবদন্তি ভিভ রিচার্ডস, কার্টলি অ্যামব্রোস ও কোর্টনি ওয়ালশের সঙ্গে।

১৯৯০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ভিভ রিচার্ডসের নেতৃত্বে টেস্ট সিরিজে অংশ নিয়েছিলেন মোসলে। সেই সময় ক্যারিবীয় দলের অন্যতম সেরা পেসার ছিলেন তিনি। অ্যামব্রোস ও ওয়ালশের মতোই দুর্দান্ত বল করতেন। ছিলেন ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার।

মোসলে ওয়ানডে খেলেছেন ৯টি। মূলত অ্যামব্রোস-ওয়ালশ যুগে মোসলে আর দলে নিজের জায়গা তৈরি করতে পারেননি।

আন্তর্জাতিকে তেমন উপস্থিতি না থাকলেও ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে গ্ল্যামারগনের হয়ে দীর্ঘদিন খেলেছেন এ সাবেক ক্যারিবীয় পেসার।

মোসলের এই আকস্মিক মৃত্যুতে ক্যারিবীয় ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে। শোক জানাতে রোববার কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। সঙ্গে মুমিনুল-মিরাজরাও ছিলেন। মোসলের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালন করেন দুই দেশের ক্রিকেটাররা।

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো

Share this post

scroll to top