ময়মনসিংহের তারাকান্দার রামচন্দ্রপুর এলাকায় ০৭ (সাত) বৎসরের শিশু সানজিদা আক্তার হত্যা মামলার মূল আসামী শাকিনুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
জানাযায়, গত ১৫ জানুয়ারি ২০২১ খ্রিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় আকন্দবাড়ীর পেছনের জঙ্গলে অপহরণকারীরা মুক্তিপনের টাকা না পেয়ে শাহজাহান আকন্দের মেয়ে সানজিদা আক্তার (০৭) কে হত্যা করে লাশ ফেলে রাখে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, ময়মনসিংহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যার বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন, পারিপার্শ্বিকতার বিচার ও নিহতের বিভিন্ন বিষয় পর্যালোচনা ও বিশ্লেষণ করে নিবিড় তদন্তপূর্বক র্যাব-১৪ ঘটনার রহস্য উন্মোচন করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার হত্যা মামলায় জড়িত সন্দেহে ১। শাকিনুল ইসলাম (১৯), পিতা-নজরুল ইসলাম আকন্দ (টুটু পাগলা), সাং- রামচন্দ্রপুর, থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহকে কোতোয়ালী থানাধীন রেলওয়ে ষ্টেশন থেকে বিশেষ অভিযানের মাধ্যমে গত ০৩/০২/২০২১ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০৮.২০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।