ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় আরো ৩ জনের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
করোনা আক্রান্ত এ ৩জনের মধ্যে ২জন ময়মনসিংহ সদরের ও আরেকজন ঈশ্বরগঞ্জ উপজেলার।
ময়মনসিংহ সদরের আক্রান্ত ২জন হলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাবিয়া আক্তার (৪৯), বাঘমারা এলাকার নাজমুন নাহার (১৫)। ঈশ্বরগঞ্জ উপজেলায় আক্রান্ত আরেকজন হলেন কালিবাড়ি রোড এলাকার মায়া রাণী সরকার(৬২)।
এপর্যন্ত ময়মনসিংহে ৪৫৩৭জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৪২৩০ জন। মারা গেছেন ৫৮জন।