ভুলবশত ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হক টুটুলকে দল থেকে বহিষ্কার করেছিল বিএনপি। পরে পুনরায় তাকে পদ ফিরিয়ে দিয়েছে দলটি। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হক টুটুলকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে ভুলবশত বহিষ্কার করা হয়েছিল। নির্দেশক্রমে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।’