
জানাযায়, গত ৩০ জানুয়ারি শনিবার মাসকান্দা এলাকায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট জোনাল অফিসে যান তিনি। বিকেলে কাজ শেষ করে জেলা পরিষদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন তার বাবার বাসায় যান। সেখান থেকে সন্ধা ৬টার দিকে পরাণগঞ্জের স্বামীর বাড়ির উদ্ধেশ্যে রওয়ানা হন। এর পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
পারিবারিক সূত্রে জানা যায়, কামরুন্নাহারের পরনে নীল-গিয়াপ্রিন্ট এর বোরকা সাথে নীল হ্যান্ড ব্যাগ ছিল। তার সাথে থাকা মোবাইল নম্বরটি ০১৩০৭-২৭৭০৫৫ বন্ধ রয়েছে।
এব্যাপারে কোতোয়ালী মডেল থানায় একটি সাথারণ ডায়েরি হয়েছে। যার নং: ২৬২৬।
কোন স্ব-হৃদয়বান ব্যক্তি তাহার সন্ধান পেলে নিন্মোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো। ০১৭২৭-৯৯৫৩৩৩ বা ০১৭২৩-৮৮৮৩০০