রাণীনগরে তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা গ্রেফতার

areestনওগাঁর রাণীনগরে দুই মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি বিএনপি নেতা সানোয়ার হোসেন (৫১) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার কুজাইল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত সানোয়ারকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার সানোয়ার হোসেন উপজেলার কনৌজ উত্তরপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও রাণীনগর উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, সিআর ৯৮/০৩ এবং সিআর ৬৮৭/১৭-নওগাঁ দুই মামলায় উপজেলার কনৌজ উত্তরপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে সানোয়ার হোসেনকে তিন বছরের সাজা প্রদান করেন বিজ্ঞ আদালত। সাজার পর থেকেই সানোয়ার হোসেন পলতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কুজাইল বাজার থেকে সানোয়ারকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত সানোয়ারকে আদালতে পাঠানো হয়েছে।#

Share this post

scroll to top