ময়মনসিংহের কৃতি সন্তান মাহমুদউল্লাহ রিয়াদের জন্মদিন আজ

মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের ৩৫তম জন্মদিন আজ। ১৯৮৬ সালের ৪ ফেব্রুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিনে রিয়াদকে শুভেচ্ছা জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুভেচ্ছা জানিয়েছেন রিয়াদের সতীর্থ এবং অসংখ্য ভক্ত।

২০১৫ সালের বিশ্বকাপে ২টি ও ২০১৭ সালে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে করা ১টি সেঞ্চুরির ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করে আইসিসি লিখেছে, ‘বড় প্লাটফর্মের বাংলাদেশি ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে জন্মদিনের শুভেচ্ছা। বিশ্বকাপে দুইটি ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার একটি সেঞ্চুরি দলকে স্বস্তি দিয়েছিল।’

ফেসবুকে মুশফিকুর রহিম লিখেছেন, ‘আমরা সবসময় সুখ ও দুঃখ ভাগাভাগি করে দিয়েছি। বড় ভাই, টিমমেট এবং অসাধারণ একটি চরিত্র হয়ে থাকার জন্য ধন্যবাদ। শুভ জন্মদিন রিয়াদ ভাই। আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।’

নাজমুল হোসেন শান্ত লিখেছেন, ‘শুভ জন্মদিন মাহমুদউল্লাহ রিয়াদ ভাই।’

২০০৭ সালের ২৫ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে মাহমুদউল্লাহ রিয়াদের। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৪৯টি টেস্ট, ১৯১টি ওয়ানডে ও ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

ক্যারিয়ারের শুরু থেকেই নিজেকে দারুণভাবে মেলে ধরেন রিয়াদ। যে কারণে দলের অপরিহার্য খেলায়াড় হয়ে পড়েন তিনি। ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন এই টাইগার ক্রিকেটার। তিনিই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি বিশ্বকাপে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন। বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেটে তার টেস্টে ৪টি ও ওয়ানডেতে ৩টি সেঞ্চুরি রয়েছে।

Share this post

scroll to top