সিলেটের কাছ রংপুরের হার

সিলেট সিক্সার্সের কাছে বড় ব্যবধানে হারল রংপুর রাইডার্স। বুধবার রাতে হোম ভেন্যুতে সিলেট জয় পেয়েছে ২৭ রানে। প্রথমে ব্যাট করতে নেমে তারা করে ৫ উইকেটে ১৮৭ রান। জবাবে রংপুর ৬ উইকেটে করে ১৬০ রান। এর ফলে তলানিতে থাকা দলটি নতুন জীবন পেল।

লিটন-ওয়ার্নারের দাপট

আগের ম্যাচগুলোতে যেন ছন্দ খুঁজে পাচ্ছিল না সিলেট সিক্সার্স। হোম ভেন্যুতে মঙ্গলবার প্রথম ম্যাচে তো অল্প রানে গুটিয়ে গেছে দলটি। তবে বুধবার যে গা ঝাড়া দিয়ে উঠেছে ডেভিড ওয়ার্নারের দল। আগে ব্যাট করে রংপুরের বিপক্ষে তারা ৫ উইকেটে ১৮৭ রান করে।

ফিরে পাওয়ার এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে ছিলেন লিটন দাস আর ডেভিড ওয়ার্নার। দুজনেই এবারের আসরে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছেন এর আগের ম্যাচগুলোতে। সমালোচনাও শুরু হয়েছিল চারদিকে। তবে বুধবার লিটন দাস ও ওয়ার্নার নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন রংপুরের বিপক্ষে।

ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে এদিন ওয়ার্নার নেমেছেন তিন নম্বরে। লিটন দাসের সাথে ওপেন করতে পাঠান হয়েছে সাব্বির রহমানকে। তবে সাব্বির তার ব্যর্থতার বৃত্তেই রয়েছেন। ২০ বলে ২০ রান করেছেন। যদিও ৭৩ রানের উদ্বোধনী জুটি পেয়েছে সিলেট। দ্বিতীয় উইকেটে লিটন দাস আর ওয়ার্নার গড়েছেন ৫৬ রানের একটি জুটি।

৪৩ বলে ৭০ রানের একটি মারদাঙ্গা ইনিংস খেলে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়েছেন লিটন। এই প্রথমবার এবারের আসরে তার ব্যাট হেসেছে। ওয়ার্নার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৬ বলে ৬১ রান করে। অন্যদের মধ্যে নিকোলাস পোরান ২৬ রান করেছেন। শেষ দিকে সিলেট কয়েকটি উইকেট হারিয়েছে, নইলে সংগ্রহটা দুই শ’ ছাড়াতে পারত।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top