ময়মনসিংহ বিবাগের ৬টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ পদায়ন দেয়া হয়েছে। পুরাতন সরকারি এসব প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের অধ্যাপকরা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাদের এসব কলেজে পদায়ন দিয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ময়মনসিংহের মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ মো আবু তাহের। শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুর রশিদ। ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ মিলটন ভট্টাচার্য। শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ আফিয়া ফেরদৌস।
ময়মনসিংহের হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ এ কে এম নাছির উদ্দিন। ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ হয়েছেন ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মনজুরুল করিম।
অপরদিকে পাবনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ হয়েছেন ময়মনসিংহ মহিলা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক মেহেরুন নেছা।