ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মুক্তাগাছা থানায়। এছাড়া ২০২০ সালের ১০ মার্চ থেকে জেলায় মোট করোনায় মারা গেছেন ৫৮জন।
পরিসংখ্যান অনুযায়ী, প্রাণঘাতী করোনাভাইরাসে ময়মনসিংহ জেলায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বর্তমানে নিম্নগতির। গতবছরের ১০ মার্চ থেকে ময়মনসিংহ সদর ও সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ১৯জন, নান্দাইলে ৩জন, ঈশ্বরগঞ্জে ২জন, গৌরীপুরে ১জন, ফুলপুরে ৫ জন, তারাকান্দায় ১ জন, হালুয়াঘাটে মুত্যৃ নেই, ধোবাউড়ায় ১জন, মুক্তাগাছায় ৬জন, ফুলবাড়িয়ায় ৫ জন, ত্রিশালে ৫জন, ভালুকায় ৫জন, গফরগাঁওয়ে ৫জন।
এছাড়া মমনসিংহ জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত ২৮২০ রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ময়মনসিংহ সদর ও সিটি কর্পোরেশন এলাকার ২০৪৪জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও এস.কে হাসপাতাল থেকে ৫৭৮জন, নান্দাইলের ৭৪জন, ঈশ্বরগঞ্জের ১৫৫জন, গৌরীপুরের ৪১জন, ফুলপুরের ১১৮জন, তারাকান্দার ৫১জন, হালুয়াঘাটের ১৬৮জন, ধোবাউড়ার ৭৫জন, মুক্তাগাছার ২২১জন, ফুলবাড়িয়ার ৭৬জন, ত্রিশালের ১৭৪জন, ভালুকার ৩৩৯জন, গফরগাঁওয়ের ১০৯জন।