সুবর্ণচরে গণধর্ষণ : চরজব্বার থানার ওসি প্রত্যাহার

নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেয়ার কারণে এক গৃহবধূর গণধর্ষনের শিকার হওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে মঙ্গলবার রাতে চরজব্বার থানার ওসি নিজাম উদ্দিনকে প্রত্যাহার করার হয়েছে। তাকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইনে নেয়া হয়েছে।

তার স্থলে সদর উপজেলার সুধারাম থানার ওসি (তদন্ত) মোঃ সাহেদ উদ্দিনকে চরজব্বার থানার ওসির দায়িত্ব প্রদান করা হয়েছে। জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ ইলিয়াছ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফ বলেন, দায়িত্বে অবহেলার কারণে চরজব্বার থানার ওসি মোঃ নিজাম উদ্দিনকে প্রত্যাহার করে নতুন পদায়ন না হওয়া পর্যন্ত জেলা পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে। একইসাথে সুধারাম মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সাহেদ উদ্দিনকে চরজব্বার থানার ওসি পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।

চাঞ্চলকর ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত ১১ জন আসামীর মধ্যে ৮ জন আসামী আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় আরো ২ জন আসামী পুলিশের রিমান্ডে রয়েছে। অপর আসামী বাসু ‘অসুস্থতার কারণে’ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উল্লেখ্য, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৫নং জুবলি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা সিএনজি চালক সিরাজ উদ্দিনের স্ত্রী পারুল আক্তার গত ৩০ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে যায়। এ সময় ১০/১৫ জন তাকে ঘিরে ধরে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য বলে। কিন্তু নিজের পছন্দ অনুযায়ী পারুল ধানের শীষ ভোট দেয়।

এ নিয়ে পারুলের সাথে তাদের সাথে কথাকাটাকাটি হয়। ঘটনার পর একই দিন রাত ১২টায় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনের নির্দেশে সিরাজের বাড়িতে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে দুর্বৃত্তরা। সিরাজ মিয়া দরজা খুলে দিলে সন্ত্রাসী মোশারেফ, সালাউদ্দিন, সোহেল, নেঞ্জু, বেচু, জসিম, সোয়েল, কালাম, আবু, স্বপন, আনোয়ার, বাদশা আলম, হানিফ, আমির হোসেনসহ ১৫/১৬ জন সন্ত্রাসী ঘরে প্রবেশ করে সিরাজের ছেলে মেয়ের হাত-পা বেধে তার স্ত্রী পারুল আক্তারকে জোরপূর্বক ঘরের বাইরে নিয়ে ধর্ষণ করে ফেলে চলে যায়। এ ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ ঐক্যফ্রন্টের ১৫ নেতা নোয়াখালী জেনারেল হাসপাতালে নির্যাতনের শিকার পারুল আক্তারকে দেখতে আসেন এবং আর্থিক অনুদান দেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top