লক্ষীপুরে আউট অব স্কুল চিলড্রেন শিক্ষা কর্মসূচি বিষয়ক কর্মশালা

আউট অব স্কুল চিলড্রেন শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা ০৩ ফেব্রæয়ারী (বৃহস্পতিবার) সকালে লক্ষীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জেলা উপানুষ্ঠানিক শিক্ষা বুরো আয়োজনে এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভৃঁইয়ার সভাপতিত্বে উক্ত অবহিতকরণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব বেসরকারী এনজিও ডরপ এর চেয়ারম্যান আজহার আলী তালুকদার, ল²ীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক বিদ্যুৎ রায় বর্মন।

বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মতিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাছিনা ইয়াছমিন, ডরপের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আবদুল মালেক, সাংবাদিক মো: রবিউল ইসলাম খান প্রমুখ।
সভায় বক্তারা জানান, সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের জন্য আউট অব স্কুল চিলড্রেন শিক্ষা কর্মসূচির আওতায় ল²ীপুর সদর, রায়পুর ও রামগঞ্জ উপজেলায় এই প্রকল্প চালু হবে। এতে প্রতি উপজেলায় ৭০ টি করে বিদ্যালয় স্থাপন করা হবে।

প্রতি বিদ্যালয় ২০ জন করে শিক্ষার্থীকে ভর্তি করা হবে। ভতিকৃত শিক্ষার্থীরা বই, স্কুল ব্যাগসহ অন্যান্য শিক্ষা উপকরণ বিনামূল্যে পাবেন। (০৮-১৪) বয়সের শিক্ষার্থীকে ভর্তি করা হবে। এ প্রকল্প বাস্তবায়নে উপস্থিত সকলের সহযোগীতা কামনা করেন।

Share this post

scroll to top