গৌরীপুরে নির্বাচন চলাকালে সাংবাদিকদের ওপর হামলাকারীদের ছবি প্রকাশ

Gouripur-Picময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনের দিন দুই ভিডিও সাংবাদিকের ওর হামলাকারীদের ছবি প্রকাশ হয়েছে। অন্য দিকে সেদিনের হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে ময়মনসিংহের পুলিশ সুপারের কাছে অভিযোগ দেওয়া হয়েছে।

৩০ জানুয়ারী ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে দুই মেয়র পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার দৃশ্য ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ওই দুই ভিডিও সংবাদকর্মী। তারা হলেন, মাসুদ রানা ও নুরুজ্জামান।

শনিবার দুপুর পৌনে ১টার দিকে গৌরীপুরের শেখ লেবু স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশের মাঠে এ ঘটনা ঘটে।

এ সময় হামলায় ওই দুই সাংবাদিক আহত হন এবং এনটিভির ক্যামেরা ভাংচুর করে হামলাকারীরা। আহত ক্যামেরাপারসন মাসুদ রানাকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। আর নুরুজ্জামানকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে রবিবার ময়মনসিংহের পুলিশ সুপার মো আহমার উজ্জামানের কাছে ঘটনাটি লিখিতভাবে জানানো হয়েছে। তিনি বলেছেন ঘটনাটি প্রমানিত হলে অবশ্যই জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Share this post

scroll to top