জাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ (চার্জ) গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী।
এই মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল এবং অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রোববার আবেদনটি করা হয়। সাঈদীর আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
জাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় গত ১১ জানুয়ারি অভিযোগ গঠন করে সাঈদীসহ ছয়জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত।
জাকাত তহবিলের ১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক আইয়ুব আলী চৌধুরী ২০১০ সালের ২৪ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলটি করেন।