লক্ষীপুর জেলার রামগঞ্জে এক বুদ্ধি প্রতিবন্ধীকে বলৎকারের অভিযোগে শাহআলম (৭০) নামের এক বৃদ্ধের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি উপজেলার করপাড়া ইউনিয়ননের বদরপুর গ্রামের ছৈয়াল বাড়ির জামে মসজিদ কমিটির সভাপতি।
এ দিকে এ ঘটনার পর থেকে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম ও তারা বাবা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু তাহের এমন অভিযোগ উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে ।
গত ২৯ জানুয়ারী (শুক্রবার) রাতে উপজেলার বদরপুর গ্রামের বদরপুর ছৈয়াল বাড়ি জামে মসজিদের পাশে শাহআলমের বসতঘরে এঘটনা ঘটে। পরে ঘটনায় (১লা ফেব্রুয়ারী ) সোমবার রামগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
স্থানীয় ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে বদরপুর ছৈয়াল বাড়ির মসজিদের সভাপতি শাহআলম বুদ্ধি প্রতিবন্ধী (২০) কে ভাত খাওয়ার প্রলোভন দেখিয়ে তার বসতঘরে ডেকে নিয়ে বলৎকার করে।
এ ঘটনা দেখে ফেলে স্থানীয় আনোয়ার হোসেন নামের এক যুবক। পরে সে ঘটনাটি প্রকাশ করায় শাহআলম ও তার ছেলে সোহেল, রুবেল ও ভাবলু তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এরপর থেকে তারা পলাতক রয়েছে বলে এলাকাবাসী জানায়।
বুদ্ধি প্রতিবন্ধী ওই যুবকের ছোটবেলায় মা-মারা যায়। বাবা পুনরায় বিয়ে করলেও সে প্রতিবন্ধী হওয়ায় সৎ মা তাকে গ্রহন করে না নেওয়ার কারণে সে পাশ্ববর্তী উপজেলা চাটখীল ছেড়ে বহুবছর যাবত তার নানার বাড়ি এলাকার রামগঞ্জের দক্ষিণ বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি কুঁড়ের ঘরে অস্থায়ীভাবে বসবাস করে আসছে। গ্রামের মানুষের দেওয়া খাবার খেয়ে তার দিন চলতো তার।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বিষয়টি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা, ৪জনকে আসামী করে থানায় মামলা হয়েছে, আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।