ময়মনসিংহে স্বেচ্চাসেবী সংগঠনের উদ্যোগে নারীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি প্যাড বিতরণ

mymময়মনসিংহে একতা ব্লাড ও সামাজিক সংগঠন ময়মনসিংহ পরিবার এর পক্ষ থেকে বিনামূল্যে স্যানিটারি প্যাড ও তার ব্যবহার সম্পর্কে “একতা ১টাকার
কার্যক্রম” নামে একটি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

আজ (৩১জানুয়ারি) নগরীর কালীবাড়ি বেড়িবাঁধ (লোকনাথ মন্দির সংলগ্ন) ৯ নং ওয়ার্ডে এই কার্যক্রমটি পরিচালনা করা হয়।

এতে ঐ এলাকার প্রায় শতাধিক মহিলাদের মাঝে স্যানিটারি প্যাড বিতরণ করা হয় এবং তার সচেতনতা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপস্থিত অতিথিরা।
তারা বলেন,মাসিক কোনো রোগ নয়৷ প্রতিটা নারীর জীবনচক্রের একটা অংশ৷ তাই প্রতিটা মেয়ে যাতে মাসিক বিষয়টিকে আতঙ্ক হিসেবে না দেখে স্বাভাবিকভাবে দেখতে শেখে এবং সচেতন হয়, সেজন্য পরিবারের অবদান জরুরি এবং সেই সাথে প্যাড ব্যবহারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আমাদের। অনেকেই এর ব্যবহার সম্পর্কে সচেতন না থাকার কারণে নানান রকম ইনফেকশনে আক্রান্ত হয়ে থাকেন। অনেকেই আছেন যারা একটি স্যানিটারি ন্যাপকিন কম ব্লিডিং হয়েছে ভেবে দীর্ঘসময় যাবত ব্যবহার করেন। রক্তপাত কম হোক বা বেশী, একটি স্যানিটারি ন্যাপকিন কখনোই দীর্ঘ সময় ব্যবহার করবেন না। ৩ থেকে ৪ ঘণ্টা পর পর বদলে ফেলুন। যদি রক্তপাত বেশী হয়, তাহলে প্যাড নষ্ট হওয়া মাত্রই বদলে ফেলুন। জমে থাকা রক্তে নানান রকম জীবাণু সংক্রমণ করে,ফলে বিভিন্ন রুগে আক্রান্ত হওয়ার আশংকা থাকে। তাই আসুন প্যাড ব্যবহারে সচেতন হই।

এসময় প্যাড বিতরণ অনুষ্ঠানে,সংগঠনের প্রতিষ্ঠাতা শুভ আহমেদ জয়ের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অনুরাগ রায় তীর্থ,সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক মো. রাকিব আহমেদ,মহিলা বিষয়ক সম্পাদিকা পূর্ণিমা সরকার,আকাশ সরকার,দীপংকর, আশরাফুল ইসলাম নাহিদ প্রমুখ।

Share this post

scroll to top