ময়মনসিংহে পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত

লোকমান হোসাইন মিয়াপাটের উৎপাদন বাড়াতে ও নতুন আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং অল্প জমিতে বেশী পাট উৎপাদনের লক্ষে চাষীদের অবহিত করতে এবং পাট চাষে উৎসাহিত করতে আজ রবিবার (৩১ জানুয়ারি) ময়মনসিংহ নগরীর এড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ অঞ্চলের ১০০ জন চাষীর অংশগ্রহনে পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং স¤প্রসারণ প্রকল্পের আয়োজনে পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হোসেন আলী খোন্দকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিকল্পনা অনুবিভাগ) মোঃ অলিউল্লাহ এনডিসি, পাট অধিদপ্তরের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোঃ লুৎফর রহমান, উপসচিব (পরিকল্পনা) গোপাল চন্দ্র দাশ, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান ও ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ সাইফুল ইসলাম।

Share this post

scroll to top