লক্ষীপুরে এসেছে ৬০ হাজার করোনা ভ্যাকসিন

লক্ষ্মীপুরে এসেছে ৬০ হাজার করোনা ভ্যাকসিন pic-1ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড- অ্যাস্ট্রোজেনেকার তৈরি করোনা ভাইরাসের টিকার প্রথম চালান ৬০ হাজার ডোজ টিকা এসেছে লক্ষীপুরে।

আজ রোববার (৩১ জানুয়ারী) বিকাল ৩ টার দিকে বেসরকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার একটি কাভার্ড ফ্রিজার ভ্যানে করে নির্ধারিত তাপমাত্রায় ঢাকা থেকে আনা হয়।

ভ্যানটি আসার পর জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফফার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভৃঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, বেক্সিমকো ফার্মার ঢাকা কার্যালয়ের কর্মকর্তা নুর নবী, কুমিল্লা অঞ্চলের সিনিয়র এসিস্যান্ট ম্যানেজার এনামুল হক মজুমদারসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতিতে ৫ কার্টুন মাধ্যমে ৬০ হাজার টিকা বের করা হয়।

পরে তা স্বাস্থ্য বিভাগের ইপিআই কোল্ড ষ্টোরেজ ভবণে সেগুলো রাখা হয়।

এ ব্যাপারে কুমিল্লা অঞ্চলের সিনিয়র এসিস্যান্ট ম্যানেজার এনামুল হক মজুমদার এ প্রতিনিধি কে জানান, সকালে ঢাকা বেক্সিমকো ফার্মা প্রধান কার্যালয়ে ভ্যানে করে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর, চাঁদপুরের ভ্যাকসিন নিয়ে আসা হয়েছে। প্রত্যেক জেলায় তারা ভ্যাকসিন হস্তাস্তর করে যাচ্ছে।

প্রতিটি কার্টুনে ডিভাইস যুক্ত করে দেওয়া হয়েছে। কার্টুন খোলার পর সক্রিয় ভাবে ডিভাইস চালু করা হয়।

লক্ষীপুর জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফফার জানান, আমাদের স্বাস্থ্য বিভাগের ইপিআই কোল্ড ষ্টোরেজ ভবণে ২-৮ ডিগ্রী তাপমাত্রা ব্যবস্থা করেই টিকা রাখা হয়েছে।

জাতীয় নির্দেশনা মেনে ১ম পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধি, সৎ কাজের নিয়োজিত ব্যাক্তি, ৮০ বছর উর্ধ্বে যে কোন ব্যাক্তি, বর্তমানে করোনা আক্রান্তরা টিকা পাবে। আগামী ৮ ফেব্রæয়ারী থেকে টিকা প্রদান শুরু হবে।

মো: রবিউল ইসলাম খান

Share this post

scroll to top