ময়মনসিংহে করোনার ভ্যাকসিন প্রদানের প্রস্তুতি হিসেবে “ট্রেনিং অন ট্রেইনার্স এট ডিস্ট্রিক্ট লেভেল” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন হয়ে অনুষ্ঠিত হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম ও ডেপুটি সিভিল সার্জন পরীক্ষিত কুমার পারসহ প্রশিক্ষক বক্তব্য রাখেন। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় ৭০ জন স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করেন। প্রশিক্ষ শেষে জেলার ১৩টি উপজেলায় ৫ জন করে স্বাস্থ্যকর্মী স্থানীয়ভাবে করোনার টিকা প্রদান করবেন।