ময়মনসিংহের বিভিন্ন স্থানে ‘জীবনের ঝুঁকি নিয়ে এসএসসি পরীক্ষা নয়/ অতি শিঘ্রই বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন চাই’ এমন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এসএসসি পরীক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে নগরীর টাউনহলে জেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে ব্যানার নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করে।
এসময় ‘শিক্ষামন্ত্রী করে কি, খায় দায় ঘুমায় নাকি? আমাদের দাবী মানতে হবে, অটো পাস দিতে হবে!’ এমন শ্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।