নওগাঁর রাণীনগরে বাদশা (৫১) নামে এক মাদক সেবিকে অর্থ দন্ডসহ এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আল মামুন ভ্রাম্যমান আদালতে এই কারাদন্ড প্রদান করেন।
আদালত সুত্র জানায়,উপজেলার গহেলাপুর বড়িয়া গ্রামের বাছের আলীর ছেলে বাদশা (৫১)কে থানাপুলিশের সহায়তায় আটক করে। এর পর প্রকাশ্য নেশা করার অপরাধে বাদশাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও একই সাথে আরো এক হাজার টাকা জরিমানা করা হয় ।#