৫০ লাখ ডোজ টিকার অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন

Vaccineসরকারিভাবে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ৫০ লাখ ডোজ ভ্যাকসিন অনুমোদন দিয়েছেন ঔষধ প্রশাসন অধিদফতর।

মঙ্গলবার অধিদফতর মহাপরিচালক মেজর জেনারেলে মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারত থেকে টিকার প্রথম চালানে ৫০ লাখ ডোজ গতকাল সোমবার দেশে পৌঁছায়।

তিন কোটি ডোজ কিনতে গত ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার।

চুক্তি অনুযায়ী, প্রতি মাসে টিকার ৫০ লাখ ডোজ করে পাঠানোর কথা সেরাম ইনস্টিটিউটের। এর আগে ভারত সরকারের কাছ থেকে সহায়তার নিদর্শন হিসাবে একই টিকার ২০ লাখ ডোজ পাওয়া গেছে। সরকার ২৭ জানুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরুর সিদ্ধান্ত নিয়েছে।

Share this post

scroll to top