সদর উপজেলায় তেওয়ারীগঞ্জ এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা ৩টি ইটভাটা কে ৮০ হাজার টাকা জরিমানা করেছে। এসময় আরোও ৩ টি ইট ভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৫ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ মুকবুল হোসেন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘ দিন ধরে ওই এলাকায় অবৈধভাবে ইট ভাটা গুলো তাদের সকল কার্যক্রম পরিচালনা করছে। তাদের কোনো বৈধ কাগজপত্র নেই। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়, সংসার ব্রিক্স কে ৫০ হাজার,একতা ব্রিক্স কে ১০ হাজার ও হাজী ব্রিকস কে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই এই ৩ ভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।