“আমরা রক্তের সম্পর্ক গড়ি” এই স্লোগানটি কে সামনে রেখে শম্ভুগঞ্জ রক্ত সহায়তা কেন্দ্রের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৫জানুয়ারি) সোমবার,ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ বাস টার্মিনাল এলাকায় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৩শত লোকের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এতে সাধারণ শ্রেণীপেশার মানুষের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরাও ব্লাড গ্রুপ পরিক্ষায় অংশগ্রহণ করে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক আরিফুল হক টুটুল ময়মনসিংহ লাইভকে বলেন,আমাদের ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হচ্ছে জনমানুষে রক্তদানের আগ্রহ বাড়ানো,সেই সাথে কোন মৃত্যুপথযাত্রী রুগী যেনো রক্তের অভাবে মারা না যায় সেই দিকটির প্রতি সাধারণ মানুষের প্রতি সচেতনতা বাড়ানো।
ক্যাম্পেইন অনুষ্ঠানে, পরিচালক আরিফুল হক টুটৃলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,পরিচালক রাইন সরকার,রাব্বি খাঁন,মেহেদী হাসান সিফাত,শারমীন রুমা,তামান্না নুসরাত প্রিয়া,আল-মামুন,জাহিদ হাসান প্রমুখ।
এছাড়াও বিভিন্ন স্বেচ্চাসেবী,সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দগণও এসময় উপস্থিত ছিলেন।