জাইন সিদ্দিকির পারিবারিক ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ স্বাস্থ্য সেবা কার্যক্রম অনুষ্ঠিত

Jain Siddiqi২৫ জানুয়ারি সকাল ৯ ঘটিকায় সম্প্রতি আলোচিত মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ডেপুটি চিফ অফ স্টাফের সিনিয়র উপদেষ্টা জাইন সিদ্দিকির ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মাহবুব সিদ্দিকিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রয়োজনীয় স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়েছে।এর মধ্যে উল্লেখযোগ্য হলো শিশু শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরীক্ষা করা, ওজন মাপাসহ কৃমিনাশক ট্যাবলেট, ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট ও খাবার স্যালাইন বিনামূল্যে প্রদান করা হয়েছে।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশিদ,মেডিক্যাল অফিসার ডাঃএস এম সোহেল রানা, আইটি ফোকাল পারসন মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ আব্দুল্লা, শেরপুর ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ আজিজুল হাকিম ও এসআইটি মোঃ আসহান উদ্দিন আকন্দ সোহাগসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

৫৯ জন শিক্ষার্থী ও ২০ জন অন্যান্য সেবা প্রত্যাশীদের স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

মাহবুব সিদ্দিকির নূরানী হাফিজিয়া মাদ্রাসাটি জাইন সিদ্দিকির আপন চাচার নামে প্রতিষ্ঠিত।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশিদ বলেন, “যেহেতু জাইন সিদ্দিকির পিতা-মাতা উভয়েই বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসক তাই তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই বিশেষ সেবার কার্যক্রম পরিচালিত হয়”।

Share this post

scroll to top