মার্কা আনছি ব্রিজ আমি ব্রিজের নিচেই থাহি এভাবেই কথাগুলি বলছিলেন শেরপুর জেলার নকলা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নকলা ভিক্ষুক সমিতির সভাপতি মোঃআব্দুল হালিম।
জানা যায়,কাউন্সিলর প্রার্থী মোঃআব্দুল হালিম পরিবার পরিজন নিয়ে নকলা উত্তর বাজারের জোড়াব্রিজ এর নিচে বসবাস করেন।
কাউন্সিলর প্রার্থী মোঃআব্দুল হালিম নিজেই ব্যাটারি চালিত অটোবাইকে করে মাইকিং করছেন। তিনি বলেন বহুদিন ধরে তার কাউন্সিলর হওয়ার ইচ্ছা থাকলেও টাকা পয়শা নেই। এবার এলাকার মানুষ জনই তাকে নির্বাচনে দাঁড় করিয়েছেন এবং যেযার সামর্থ্য অনুযায়ী ১০০,২০০এবং ৫০০টাকা দিয়ে সাহায্য করছেন।
তাকে ঘিরে এখন সর্বত্রই আলোচনা চলছে।নিজেই নিজের নির্বাচনি মাইকিং করায় মানুষের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে।
আব্দুল হালিমের স্ত্রী নিজেই চা বানিয়ে মানুষ জনকে খাওয়াচ্ছেন এবং স্বামীর জন্য ভোট চাচ্ছেন।
নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন বলেন,ভিক্ষুক সমিতির সভাপতি হওয়াতে অনেক গরিব দুঃখি মানুষ তার কাছে আসে এবং সে নিজেও ব্রিজের নিচে থাকে তাই এবার দেখা যাচ্ছে একশ দুইশ করে টাকা বিভিন্ন মানুষ তাকে দিচ্ছেন যার ফলে আব্দুল হালিম নির্বাচনে দাঁড়িছেন।
এর আগের বারও তিনি প্রার্থী হয়েছিলেন ভুলের কারণে তার প্রার্থীতা বাতি হলেও এবার তার প্রার্থীতা এখনো বৈধ রয়েছে।৩০জানুয়ারি নকলা পৌরসভার নির্বাচন।