ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

mymensingh-Accidentময়মনসিংহের নান্দাইলে ট্রলির চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত আরো চারজন। বৃহস্পতিবার সকালে উপজেলার জামতলা বাজার এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যাত্রীর নাম আব্দুল আউয়াল মিয়া (৫২) । তার বাড়ি নান্দাইল উপজেলার সিংরুইল ইউনিয়নের কোনাডাঙ্গর গ্রামে। তিনি জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়ার ফুফাতো ভাই।

স্থানীয় সুত্র জানায়, ফুটবলার জামাল ভুইয়ার গ্রামের বাড়ি নান্দাইল উপজেলার মুশলী ইউনিয়নের চংভাদেড়া গ্রামে। গত বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে তাদের নিজ বাড়িতে দাদি হামিদা খাতুন মারা যান। বৃহস্পতিবার সকাল ১১টায় ছিল তার নামাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জামাল ভুইয়ার চাচাতো ভাই জুনাঈদ ভুইয়া জানান, তাদের ফুফাতো ভাই আব্দুল আউয়াল দাদির জানাজায় অংশ নিতে কিশোরগঞ্জ জেলা শহরের বাসা থেকে আটজন সদস্য নিয়ে অটোরিকশা যোগে তাদের বাগির উদ্দেশে রওনা হন। তাদের বহনকারী অটোরিকশাটি কিশোরগঞ্জ শহর পার হয়ে জামতলা বাজারের কাছে পৌঁছতেই মাটি বহনকারী একটি ট্রলি যানটিকে চাপা দেয়। এতে অটোরিকশার সব যাত্রী সড়কে ছিটকে পড়লে আব্দুল আউয়াল, তার স্ত্রী রেহানা আক্তার (৪৫), বড় বোন আঙ্গুরা খাতুন(৫৮), ছোটবোন তাসমিনা(৩২) ও সোহেল(২২ ) মারাত্মক আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে আব্দুল আউয়াল মারা যান। আহতদের কিশোরগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার বিকালে আব্দুল আউয়ালের মরদেহ তার গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়।

নান্দাইল মডেল থানার ওসি(তদন্ত)আবুল হাসেম জানান, এ ব্যাপারে হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হকের মোবাইল ফোনে কয়েকবার কল দিয়েও সেটি বন্ধ পাওয়া যায়।

Share this post

scroll to top