সাংবাদিকতার সুযোগ দিচ্ছে ময়মনসিংহের সর্বাধিক প্রচারিত অনলাইন ময়মনসিংহ লাইভ। প্রতিটি জেলা, থানা/উপজেলায, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ বিটে সাংবাদিক নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ২১ ফেব্রুয়ারী পর্যন্ত আবেদন করতে পারবেন। কোন এলাকায় কাজ করতে চান তা উল্লেখ করে নিজের জীবন বৃত্তান্ত (এনআইডি নম্বর উল্রেখ করতে হবে) পাঠিয়ে দিন mymensinghlive@gmail.com ইমেইলে।
পদের নাম: সাংবাদিক
শিক্ষাগত যোগ্যতা: সর্বনিম্ন এইচ.এস.সি। ( তবে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতা বিবেচনাযোগ্য।)
অভিজ্ঞতা: অবশ্যই ইন্টারনেট ব্যবহার ও নিউজ পাঠানোর নীতি জানতে হবে।
দক্ষতা: ভালো বাংলা লিখতে জানতে হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার ও ম্যাসেজিং সম্পর্কে ধারণা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: প্রযোজ্য নয়
কর্মস্থল: ময়মনসিংহসহ সারাদেশ
অবশ্যই যা প্রযোজ্য
নিউজ পাঠানোর জন্য ইমেইলের ব্যবহার জানতে হবে
নিজ এলাকায় ঘটে যাওয়া যেকোন ঘটনা সবার আগে অফিসকে জানাতে হবে ও নিউজ পাঠাতে হবে।
ময়মনসিংহ লাইভ এর নিউজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিতে হবে।
যা করা যাবে না
অন্য কোন মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিউজ বা ছবি কপি পেস্ট করে পাঠালে তা গ্রহণযোগ্য হবে না।
জনগুরুত্বপূর্ণ সংবাদ পাঠাতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলোবা ফিচার ধর্মী নিউজ পাঠাতে হবে।
যেসকল সুযোগ সুবিধা পাবেন
একমাস কাজ করার পর উপযুক্ত মনে হলে আলোচনা সাপেক্ষে সম্মাানী নির্ধারণ করা হবে।
ময়মনসিংহ লাইভ এর আইডি কার্ড দেয়া হবে (কোন ধরণের টাকা পয়সা নেয়া হয়না বা জামানত দিতে হবে না)।
বিস্তারিত জানতে হলে: ০১৩০৪১৯৭৭৪৪ নাম্বারে যোগাযোগ করতে পারেন।