ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আগে বোলিং করবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলায় দুই দলের ম্যাচটি সকাল সাড়ে এগারটায় ম্যাচটি শুরু হবে।
টস: টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।
দীর্ঘ বিরতির পর মাঠে বাংলাদেশ
পাক্কা ৩১৩ দিন পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ফিরল আন্তর্জাতিক মঞ্চে। সবশেষ মিরপুরেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। এরপর করোনার কারণে নির্বাসনে চলে যায় ক্রিকেট। দীর্ঘ অপেক্ষার পর আজকের ম্যাচ দিয়ে আবার ২২ গজে সাকিব, মুশফিক, তামিম, মাহমুদউল্লহরা।
মাশরাফি পরবর্তী যুগ শুরু
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৫০ জয় নিয়ে অধিনায়কত্ব ছেড়েছেন। মাশরাফির অধিনায়কত্বের আর্মব্র্যান্ড পেয়েছেন তামিম ইকবাল। তার হাত ধরে আজ নতুন যুগের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে তামিম তিন ওয়ানডেতে অন্তবর্তীকালীন অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। এবার দীর্ঘ মেয়াদে তামিম পেয়েছেন অধিনায়কত্ব।