কক্সবাজার সদরের ইসলামাদে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা-মেয়ে খুন হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ৮টায় কক্সবাজার সদর উপজেলায় ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়ায় এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বলে ঈদগাঁহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (ওসি) আব্দুল হালিম।
নিহতরা হলেন— কক্সবাজার সদরের ইসলামাবাদের চরপাড়ার আজিজুল হক বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম (৩১) এবং তার মেয়ে ঈদগাঁও জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস (১৩)।
স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক আব্দুল হালিম বলেন, জমির বিরোধ নিয়ে কক্সবাজার সদরের ইসলামাবাদ চরপাড়ার জাফর আলমের ছেলে আবুল কালামের সঙ্গে স্থানীয় আজিজুল হকের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মঙ্গলবার সকালে দু’পরিবারের লোকজনের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে।
এর জেরে মঙ্গলবার রাতে আবুল কালামের পরিবারের লোকজন আজিজুল হকের পরিবারের লোকজনের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে প্রতিপক্ষের লোকজনের হামলায় রাশেদা বেগম নিহত হন। পরে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা জান্নাতুল ফেরদৌসকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। এতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিদর্শক আরও জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতদের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান আব্দুল হালিম।