চারটি ম্যাচের একটিতেও জিতেনি খুলনা টাইটানস। আজ পঞ্চম ম্যাচে মাঠে নামছে তারা। প্রতিপক্ষ রাজশাহী কিংস। ইতোমধ্যে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এই দুই দলের মধ্যে এগিয়ে রয়েছে মেহেদী হাসান মিরাজের রাজশাহী। কারণ চারটির মধ্যে দুটি ম্যাচে জিতেছে তারা। আছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। আর খুলনা আছে একেবারে তলানিতে।
প্রথম ধাপে ব্যর্থ খুলনা দ্বিতীয় ধাপে জয়ের জন্য মরিয়া। আজ তাই জয় ছাড়া কিছু ভাবছে না তারা।