নিজ দেশের টিকা নিচ্ছেন না ভারতীরা

India Doctorভারতে শনিবার শুরু হয়েছে করোনাভাইরাসের টিকা দেওয়ার কর্মসূচি। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কর্মসূচির উদ্বোধন করেন। তবে দেশীয় টিকা কোভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে আতঙ্ক থেকেই গেল। কোভ্যাক্সিন নিতে অস্বীকার করলেন দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসকেরা।

তাদের ভাষ্য, ট্রায়াল শেষ না হওয়া পর্যন্ত তারা কোভ্যাক্সিন নেবেন না। টিকা হিসেবে কোভিশিল্ড-ই তাদের প্রথম পছন্দ। এ বিষয়ে সুপারকেও চিঠি দিয়েছেন ওই হাসপাতালের আবাসিক চিকিৎসকরা।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ট্রায়াল প্রক্রিয়া সম্পন্ন করার পরই কোভ্যাক্সিন নেবেন তারা। আপাতত কোভিশিল্ড-ই দেওয়ার দাবি জানিয়েছেন চিকিৎসকেরা।

জানা গেছে, আতঙ্কে অনেক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী টিকাকরণ প্রক্রিয়ায় অংশই নিচ্ছেন না। এ কারণে ভ্যাকসিন নেওয়ার তালিকায় নামই লেখাননি অনেক চিকিৎসক।

এ প্রসঙ্গে নীতি আয়োগের সদস্য ভি কে পল বলেন, ‘কোভ্যাক্সিন সম্পূর্ণ নিরাপদ। চিকিৎসকদের সরকারের ওপর ভরসা রাখা উচিৎ।’

যদিও টিকাটির কার্যকারিতা ও সুরক্ষা নিশ্চিত করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি বলেছেন, ‘দুটি টিকার মধ্যে কোন পার্থক্য নেই। কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। প্রচুর পরীক্ষা-নীরিক্ষা করেই বিশেষজ্ঞ কমিটি কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছে।’

এর আগে টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে মোদি সম্মুখসারির যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরেই ভারতের অবস্থান।

Share this post

scroll to top