দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভপতি ও সাধারণ সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে।
শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সিদ্ধান্তে দপ্তর সম্পাদক আজিজুল হক হেলাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ সভাপতি তাপস সরকার ও সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মাসুদ মিয়া ভারপ্রাপ্ত হিসেবে সাংগঠনিকভাবে দায়িত্ব পালন করবেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলে সভাপতি মো. মাহবুবুর রহমান রানা ও সাধারণ সম্পাদক হিসেবে আবু দাউদ রায়হান দায়িত্ব পালন করে আসছিলেন।