ঢাকাMonday , 11 January 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা বিদ্যালয়ে চান্স পেলো ৩ ছেলে!

Link Copied!

Mymensingh-Bidyamoee-Govt-High-School-Addmissionআশ্চর্যজনক হলেও সত্য যে, ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে ৩ বালক। চলতি বছরে সরকারি স্কুল সমূহে আয়োজিত লটারির মাধ্যমে ভর্তি নিয়ে যখন অনেকেই প্রশ্ন তুলছেন তখন এই ধরণের ভুল আরো দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলে মনে করছেন অভিভাবকরা। তাদের মতে, এভাবে ভর্তি সম্পন্ন হওয়ায় এক ধরণের প্রশ্ন রয়ে গেছে। কম্পিউটার প্রোগ্রামিং এর দ্ধারা লটারি প্রক্রিয়াকে মূলত একধরণের আইওয়াশ বলেও মনে করছেন অনেকে।

বালিকা বিদ্যালয়ে লটারিতে চান্স পাওয়া ছেলেগুলোর নাম হচ্ছে- MD. ZOBAERUL HASAN KHAN , FAYAZ JAHANGIR ISHMAM , FARABI ISLAM

ভর্তির তালিকা অনুযায়ী ফারাবি ইসলামের জন্মস্থান গফরগাঁও উপজেলার দীঘা গ্রামের ০৩ নং ওয়ার্ড। তার বাবার নাম শফিকুল ইসলাম ও মায়ের নাম হোস্নে আরা বেগম। তার জন্ম তারিখ ২ অন্টোবর ২০১১। অপরদিকে মোঃ জোবায়েরুল হাসান খানের জন্মস্থান আয়নাক্ষেত গ্রামের মোকাম্মেল হক খান ও সুমাইয়ি হোসেনের ছেলে। তার জন্ম তারিখ ০১ অক্টোবর ২০১১। এবং ফাইয়াজ জাহাঙীর ইশমামের জন্মস্থান হলো ধোবাউড়া উপজেলার রনসিংহপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ জাহাঙীর আলম খান এবং মায়ের নাম ইসরাত জাহান ফালগুনী। তার জন্ম ১০ ডিসেম্বর ২০১০।

উল্লেখ্য, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনে অভিভাবকদের উপস্থিতি ছাড়াই লটারি সম্পন্ন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফর (মাউশি)। সারাদেশে ৮০ হাজার আসনের বিপরীতে এবার ৫ লাখ ৭৩ হাজার ৩১১টি আবেদনের প্রেক্ষিতে লটারি সম্পন্ন হয়।

অথচ লটারি প্রক্রিয়া নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন জানিয়েছেন, ভর্তির লটারি নির্ভুল করতে দুই দফা ট্রায়াল লটারি করা হয়েছে।

এছাড়াও সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাও এ লটারি প্রক্রিয়াকে নির্ভূল হিসেবে আখ্যা দিয়েছেন।

বিদ্যাময়ী স্কুলের সম্পূর্ণ ফলাফল নিচে দেয়া হলো:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।