পুলিশের তৎপরতায় ময়মনসিংহ থেকে হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেলো বাবা

Policeগেল ৩ জানুয়ারি দুপুরে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ময়মনসিংহের তারাকান্দা বাসস্ট্যান্ড থেকে হারিয়ে যায় তুষার (২০)। নিখোঁজের সাতদিন পর প্রায় দেড়’শ কিলোমিটার দূরে টাঙ্গাইলের ভূঞাপুরেরর গোবিন্দাসি কয়ড়া গ্রাম থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। এ বিষয়ে গতকাল গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর রোববার (১০ জানুয়ারি) তাকে খুঁজে পায় পরিবার। দুপুরের তুষারের পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত হলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

তুষারের বাবা আব্দুল হালিম বলেন, তার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে মেঝো ছেলে তুষার জন্ম থেকেই প্রতিবন্ধী। ৩ জানুয়ারি দুপুরে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে তারাকান্দা বাসস্ট্যান্ড থেকে হারিয়ে যায় তুষার। পরে ওই দিন রাতে তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারপরও তাকে খুঁজে পাওয়া যায়নি। দেড়’শ কিলোকিমটার দূরে সে কিভাবে আসলো এটা অবিশ্বাস্য। তাকে খুঁজে পেয়ে আমরা আনন্দিত। আল্লাহর কাছে শুকরিয়া। পুলিশ ও সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞ।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রাজিব পাল বলেন, ‘গতকালের চেয়ে আজ অনেকটাই সুস্থ তুষার।’

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, তুষারকে তার বাবা মার কাছে বুঝিয়ে দেওয়া হবে। তাকে সুস্থ অবস্থায় বাবা মা কাছে তুলে দিতে পেরে আমরা আনন্দিত।

Share this post

scroll to top