যশোর শহরের বেসরকারি হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে মামুন হোসেন মানিক (৪০) নামে এক চালক নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের সদর উপজেলার নতুনহাট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন যশোর শহরের মুড়লি এলাকার আব্দুল মজিদের ছেলে এবং কুইন্স হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক হিসেবে কর্মরত ছিলেন।
কুইন্স হাসপাতালের অফিস সহকারী রবিউল ইসলাম রিংকু জানান, সন্ধ্যার দিকে বেনাপোলে রোগী নামিয়ে খালি অ্যাম্বুলেন্স নিয়ে যশোরে ফিরছিলেন মামুন।