গভীর রাতে মহাখালী ফ্লাইওভার থেকে নারীর লাশ উদ্ধার

Dead লাশ নিহত killরাজধানীর মহাখালী ফ্লাইওভার থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের কোনো পরিচয় জানা যায়নি। তবে ওই নারী ভাসমান হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তেজগাঁও থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, ধারণা করা হচ্ছে- সড়ক দুর্ঘটনায় ওই নারী মারা গেছেন। ফ্লাইওভারের বনানীর দিক থেকে জাহাঙ্গীর গেটের দিকে নামার সময় (রাওয়া ক্লাবের বিপরীতে) এ ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, সম্ভবত ওই নারী হেঁটে ফ্লাইওভার দিয়ে যাচ্ছিল। অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নারীর পরনে নরমাল সালোয়ার-কামিজ ও পায়ে স্যান্ডেল রয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

Share this post

scroll to top