ঢাকাWednesday , 6 January 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

চাল আমদানির অনুমতি পেয়েছে ময়মনসিংহের মেসার্স মজুমদার ট্রেডার্স

Link Copied!

চালসাত দিনের মধ্যে ঋণপত্র (এলসি) খুলতে হবে- এমন শর্তে ময়মনসিংহের ময়মনসিংহের মেসার্স মজুমদার ট্রেডার্সকে ৫০ হাজার টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয় সূত্রে এমন তথ্য জানা গেছে। এমন শর্তে দেশের আরও ১৮টি বেসরকারি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার।

মঙ্গলবার (৫ জানুয়ারি) অনুমতির এই চিঠি খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এর আগে গত ৩ জানুয়ারি ১ লাখ ৫ হাজার টন সেদ্ধ চাল আমদানির জন্য ১০টি বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছিল খাদ্য মন্ত্রণালয়।

নতুন করে চাল আমদানির অনুমতি পাওয়া ১৯টি প্রতিষ্ঠান হচ্ছে যশোরের মেসার্স মজুমদার অ্যান্ড সন্স (২০ হাজার টন), মেসার্স লিটন এন্টারপ্রাইজ (১০ হাজার টন), মেসার্স সুশান্ত কৃষ্ণ রায় (১০ হাজার টন), মেসার্স গ্লোবাল এন্টারপ্রাইজ (৫ হাজার টন), সাতক্ষীরার মেসার্স মজুমদার এন্টারপ্রাইজ (২৫ হাজার টন), ময়মনসিংহের মেসার্স মজুমদার ট্রেডার্স (৫০ হাজার টন), গাইবান্ধার মেসার্স প্রধান ট্রেডার্স (৫ হাজার টন), পাবনার পূর্বাশা ট্রেডিং (৫ হাজার টন), দিনাজপুরের মেসার্স ইউনাইটেড রাইস মিল (৫ হাজার টন), চাঁপাইনবাবগঞ্জের মেসার্স হোসেন ট্রেডার্স (১০ হাজার টন), মেসার্স ইসলাম ট্রেডার্স (৫ হাজার টন), মেসার্স নবাব ফুড প্রোডাক্টস (১০ হাজার টন), শেরপুরের মেসার্স এবি ট্রেড ইন্টারন্যাশনাল (১০ হাজার টন), চাঁপাইনবাবগঞ্জের মেসার্স নজরুল সুপার রাইস মিল (১০ হাজার টন), সাতক্ষীরার মেসার্স নিশাত ইন্টারন্যাশনাল (১৫ হাজার টন), চট্টগ্রামের আল আমিন এস্টাব্লিশমেন্ট (৫ হাজার টন), মেসার্স সামছুল আলম (১০ হাজার টন), মেসার্স এস অ্যান্ড কোং (১০ হাজার টন) এবং বগুড়ার ফারিয়া ট্রেড ইন্টারন্যাশনাল (৫ হাজার টন)।

চাল আমদানির শর্তে খাদ্য মন্ত্রণালয় বলেছে, বরাদ্দপত্র ইস্যুর সাত দিনের মধ্যে ঋণপত্র (এলসি) খুলতে হবে। এ সংক্রান্ত তথ্য খাদ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে জানাতে হবে। ব্যবসায়ীদের মধ্যে যারা ৫ হাজার টন বরাদ্দ পেয়েছেন, তাদের এলসি খোলার ১০ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং ২০ দিনের মধ্যে পুরো চাল বাজারজাত করতে হবে।

এছাড়া যেসব প্রতিষ্ঠান ১০ থেকে ৫০ হাজার টন বরাদ্দ পেয়েছে তাদের এলসি খোলার ১৫ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং ৩০ দিনের মধ্যে সব চাল এনে বাজারজাত করতে হবে।

উল্লেখ্য, চাল আমদানি করতে ইচ্ছুক ব্যবসায়ীদের আবেদন করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১০ জানুয়ারি। আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে যাচাই-বাছাই করে অনুমতিও দিচ্ছে খাদ্য মন্ত্রণালয়। একই সঙ্গে সরকারি পর্যায়েও (সরকার-টু-সরকার) চাল কেনার প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙ্গা দানাবিশিষ্ট বাসমতি নয়- এমন মানের সেদ্ধ চাল শর্তসাপেক্ষে আমদানির জন্য অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।