বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের দ্বিতীয় ত্রিবার্ষিক কাউন্সিলে ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহছিনা খাতুন ৩৫ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্ধী নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুল হায়দার ফকির পেয়েছেন ১৬ ভোট।
এছাড়াও কোষাধ্যক্ষ পদে ময়মনসিংহ সদরের চর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ৪২ পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্ধী মুক্তাগাছা মহাবিদ্যালয়ের প্রভাষক আশরাফুল ইসলাম পেয়েছেন ৮ ভোট। এছাড়াও বিনা প্রতিদ্বন্ধিতায় বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের কমিশনার নির্বাচিত হয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মাধ্যমিক) আবু নূর মোঃ আনিসুল ইসলাম চৌধুরী। বাংলাদেশ স্কাউটস অঞ্চলিক সভাপতি পদাধিকার বলে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল।
ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে মুক্তাগাছা অঞ্চলিক স্কাউটস ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের সভাপতি ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল।
ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি যোগদান করেন বাংলাদেশ স্কাউটস, জাতীয় কমিশনার ও সাবেক এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক কিরিট কুমার দত্ত, সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মাধ্যমিক) আবু নূর মোঃ আনিসুল ইসলাম চৌধুরী ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন।
ভোটার ছিলেন বোর্ডের চেয়ারম্যান, সচিব, ডিডি মাধ্যমিক, এডিসি (শিক্ষা ও আইসিটি), এডিসি (সার্বিক), জেলা মোট ৫৪ জন ভোটারের মধ্যে ৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ময়মনসিংহ অঞ্চলের স্কাউটিং কার্যক্রমকে আরো বেগবান, ভিশন ২০-২১ কে সার্থক করাসহ স্কাউটিং এর সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন নবনির্বাচিত স্কাউট আঞ্চলিক সম্পাদক ও ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহছিনা খাতুন । তিনি এর জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।