শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম বন্ধে পরীক্ষকদের ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষকদের নজরদারিতে রাখার পাশাপাশি একটি সফটওয়্যারের মাধ্যমে লটারি করে পরীক্ষক কোন কেন্দ্রে ডিউটি করবেন তা নির্ধারণ হবে এবং পরীক্ষা শুরুর এক থেকে দেড় ঘণ্টা আগে তাকে জানানো হবে।
এতে পরীক্ষা হলের মধ্যে পছন্দের পরীক্ষার্থীকে বাড়তি সুবিধা দেওয়া বা আগে থেকে কেন্দ্র চুক্তি নেওয়ার সুযোগ থাকবে না।
জানা গেছে, রোববার (৩ জানুয়ারি) বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মধ্যে এ সংক্রান্ত একটি বৈঠক হয়। যেখানে পরীক্ষকদের ডিউটি লটারির মাধ্যমে নির্ধারণ করা বিষয়ে সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, এখন থেকে দুই বা তিন দিন আগে শিক্ষক কোথায় ডিউটি করবেন তা জানানো হবে না। তবে তিনি পরীক্ষার ডিউটিতে থাকবেন সেটা জানবেন কিন্তু কোন কেন্দ্রে দায়িত্বে থাকবেন তা জানবেন না। সেটি জানবেন পরীক্ষার শুরুর এক ঘণ্টা আগে।
এতে স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রভাবশালীদের চাপ এবং কেন্দ্রভিত্তিক চুক্তি করে নকল করার সুযোগ আর থাকবে না। এছাড়া, কেউ যাতে কেন্দ্রে কোনো ধরনের ডিভাইস নিয়ে প্রবেশ করতে না পারেন সে বিষয়টি নিশ্চিত করা হবে।