জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। আরেক সংগীত তারকা আসিফ আকবরের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। বছরের শুরুতেই বিষয়টি নিয়ে সরগরম দেশিয় সংগীত দুনিয়া। এরইমধ্যে মামলার পক্ষে ও বিপক্ষে নিজেদের মতও প্রকাশ করছেন শ্রোতা থেকে শুরু করে সংগীত সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে ফেসবুক লাইভেও গতকাল রাতে নিজের জায়গাটি পরিস্কার করেছেন ন্যান্সি। তবে এর মধ্যে একটি বিষয় অনেকেই বলছেন যে মামলার দিকে না গিয়ে এটি নিজেদের মধ্যে সুরাহা করা যেতো। এ বিষয়ে ন্যান্সির অভিমত কি? এ গায়িকা বলেন, প্রথম আমি অনেক দেখেছি, সময় নিয়েছি। কিন্তু তিনি বার বার আমাকে নিয়ে বিভিন্ন মিডিয়াতে বলেই যাচ্ছিলেন অসম্মানজনক কথা।
সেসব যখন আর নেয়া যাচ্ছিল না তখন ভাবলাম এবার আমার কিছু করা উচিত। আর অনেকে বলছেন আলোচনা করা যেতো। আসলে আমাদের সম্পর্কটা আলাপের জায়গায় নেই। আর আলাপে বসে ঠিকঠাক করে নিলে কি তিনি আমার বিরুদ্ধে যে বদনাম করেছেন সেটা মিটে যেতো? না যেতো না। তাই আমি থানায় অভিযোগ দায়ের করেছি জুলাইয়ের ১০ তারিখ, সব প্রমাণসহ। পুলিশ দীর্ঘ সময় তদন্ত করেছে ও পরে কোর্টের সমন আসিফ আকবর পেয়েছেন। এদিকে জানা গেছে, আগামী ১৪ই ফেব্রুয়ারি ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতে আসিফ আকবরকে হাজির হওয়ার তারিখ ধার্য করা হয়েছে। সেদিন আদালতে হাজির হবেন ও ন্যান্সির বাসায় খেতেও যাবেন বলে মিডিয়াকে জানান আসিফ। এ বিষয়ে ন্যান্সির কি ভাষ্য? এ গায়িকা বলেন, আমি সেদিন যদি ময়মনসিংহ থাকি অবশ্যই তাকে এখানকার নামকরা মালাইকারি ও মন্ডা খাওয়াবো এবং দিয়েও দিবো। শিল্পী আসিফ আকবরের সঙ্গে আমার কোনো রেশারেশি নেই, তার কথাগুলো আপত্তিকর। আর আমি ময়মনসিংহের মানুষ ও আমার যারা ভক্ত আছেন তাদের অনুরোধ করবো ১৪ই ফেব্রুয়ারী আমি থাকি আর না থাকি, আসিফ আকবর আসলে যেন তাকে সর্বোচ্চ সম্মানটা দেয়া হয়। তিনিও যেন দেখে যেতে পারেন ময়মনসিংহের মানুষ কতটা উদার।