ইরানে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বোয়িং-৭০৭ মডেলের এই বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় এতে ৯ জন আরোহী ছিলেন। খারাপ আবহাওয়ার কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
তেহরানের পশ্চিমাঞ্চলীয় কারাজ বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে বিধ্বস্ত বিমান থেকে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী তেহরানের কাছে কারাজ বিমানবন্দরে বিমানটি অবতরণের চেষ্টা করে। কিন্তু তার আগেই এটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। বিমানটি কিরজিস্তানের বিসকেক থেকে যাত্রা করেছিল। এটি রানওয়েতে নামার চেষ্টা করেও ব্যর্থ হয়ে বিমানবন্দরের সীমানার মধ্যেই বিধ্বস্ত হয়।
ইরানের জরুরি বিভাগ জানিয়েছে, তেহরান প্রদেশের ছোট শহর সাফাদাস্তের কাছে আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে। কিরগিজ এয়ারলাইনের ৭০৭ মডেলের বিমানটি ভেঙে পড়ে এবং এতে আগুন ধরে যায়।