‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
আজ শনিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দিনটির সূচনা করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
পরে জেলা প্রশাসক হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহেল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মো. আবদূর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আলী হায়দার রাসেলসহ আরও অনেকেই।
এসময় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।