ঢাকাFriday , 1 January 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

Link Copied!

ময়মনসিংহের হালুয়াঘাটে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে ২০২১ সালের নতুন বই বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরুত্ব বজায় রেখে চলে এই বই বিতরণ কার্যক্রম।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রতন দাস জানান, উপজেলার ১৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৮টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫১টি কিন্ডার গার্টেনে প্রায় ৪৯ হাজার শিক্ষার্থীকে নতুন বই বিতরণ করা হয়েছে।
অপরদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম জানান, উপজেলার ৩৪টি মাধ্যমিক বিদ্যালয় (সংযুক্ত কলেজসহ) ও ১৫টি দাখিল মাদ্রাসা মোট ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২০ হাজার শিক্ষার্থীর মাঝে ৪ লাখ বই ধাপে ধাপে বিতরণ করা হবে।

বই বিতরণ কার্যক্রমে স্ব স্ব দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের উপস্থিতি এবং বিদ্যালয় শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন করা হচ্ছে।

বই নিতে শিক্ষার্থীরা জানায়, করোনাকালীন ছুটি সরকারি ঘোষণায় স্কুলে আসতে না পারলেও বছরের প্রতি বছরের ন্যায় বছরের প্রথম দিন নতুন বই পেয়ে আনন্দিত।

উপজেলার ৪৪নং ধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম জানান, সমাগম পরিহার ও সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করছেন। কয়েক ধাপে নতুন বইগুলো শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।