ইংরেজি নতুন বছরের শুরুতেই কক্সবাজারের টেকনাফে দুর্বৃত্তদের গুলিতে ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার কচুবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওসমান সিকদার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তবে কে বা কারা কী কারণে ওসমানকে হত্যা করেছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি ওসি।