ময়মনসিংহসহ দেশের সকল সরকারি স্কুলে লটারিতে ভর্তি কার্যক্রম স্থগিত

School Addmissionস্কুল ভর্তির ডিজিটাল লটারি কার্যক্রম সাময়িক স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। হাইকোর্টে দায়ের করা একটি রিটের কারণে সরকারি স্কুলে ভর্তির লটারি স্থগিত করে প্রজ্ঞাপন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। গত ২৭ ডিসেম্বর অনলাইনে আবেদন করার সময় শেষ হয়েছে। আর ভর্তির লটারির তারিখ ধার্য ছিল ৩০ ডিসেম্বর।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতির কারণে ২০২১ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য আগামী ৩০ ডিসেম্বর ২০২০, অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের তারিখ নির্ধারণ ছিল। কিন্তু মহামান্য হাইকোর্টের রিট পিটিশন চলমান থাকায় আগামী ৩০ ডিসেম্বর ২০২০ তারিখে অনুষ্ঠিতব্য ডিজিটাল লটারি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী অনলাইন লটারির তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে।

gov school addmissionএর আগে, ষষ্ঠ শ্রেণিতে অনলাইনে ভর্তির কার্যক্রম আরো এক সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির নতুন বয়স নির্ধারণ করেছে আদালত। নতুন নির্ধারিত বয়সে দশ বছর বয়সেও ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। ২০১০ সালের জানুয়ারির পরে যেসব শিশুর জন্ম তারা ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে না এমন শর্ত স্থগিত করেছে আদালত। মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।

আদালত ১০ বছর বয়সী শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিয়ে অনলাইন আবেদন সংশোধন করারও নির্দেশনা দিয়েছে। মুন্সিগঞ্জের এক শিক্ষার্থীর বাবার করা রিটের শুনানি নিয়ে হাইকোর্ট এসব আদেশ দিয়েছে।

Share this post

scroll to top