চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা: হেলপার গ্রেফতার

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার আসামি হেলপার রশিদকে করেছে পিবিআই।

আজ ভোরে ছাতকের গোবিন্দগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় অপর দুই আসামি এখনো পলাতক রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় সিলেট ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে সিলেট (জ-১১০৭২৩) দিরাই আসছিলেন ওই কলেজছাত্রী। দিরাই পৌরসভার সুজানগর এলাকায় আসার পর তিনি ছাড়া বাকী যাত্রীরা নেমে যান। কোনো যাত্রী না থাকায় বাসের ড্রাইভার ও হেলপার মিলে তাকে উত্ত্যক্ত করার একপর্যায়ে ধর্ষণের চেষ্টা চালায়।
পরে সম্ভ্রম বাঁচাতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে সড়কের পাশে পড়ে যান ওই শিক্ষার্থী। এদিকে, গ্রামবাসী আহত অবস্থায় দিরাই হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি এখন সেখানে চিকিৎসাধীন আছেন।

এদিকে, এই ঘটনায় শনিবার রাতে অজ্ঞাত তিন জনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করেন নির্যাতিতার বাবা।

Share this post

scroll to top