টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কে উপজেলার সিংগুরিয়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার কাগমারীপাড়া গ্রামের ইউসুফের ছেলে মো. রশিদ (১৫), একই গ্রামের লাল মিয়ার ছেলে মুন্না (১৮) ও সৌরভ (১৯)।
ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুরাদ হোসেন জানান, টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের সিংগুরিয়া ব্রিজের ওপর ফ্রেশ কোম্পানির একটি ট্রাক বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা ওই তিন আরোহী কিশোরের মধ্যে রশিদ ও মুন্নার মৃত্যু হয়। আর আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সৌরভের মৃত্যু হয়।
ভুঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব চৌধুরী পাল বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে রশিদ নামের এক যুবককে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর পর সেও মারা যায়।