আমি যখন কৃষি সাংবাদিকতা করি তখন কৃষকদের মাছ চাষ সম্পর্কে কোনো ধারণা ছিল না। তারা শুধু ধান,গম চাষ বুঝতো। পরে টিভিতে মাছ চাষের সাফল্য তুলে ধরে একটি বিজ্ঞাপন তৈরি করি। যা দেখে কৃষকের মনে মাছ চাষের আগ্রহ তৈরি করে। যখন বলতাম মালচিং করতে হবে, কৃষক সেটা বুঝতো না। কিন্তু যখন বলতাম কোদাল দিয়ে মাটি কেটে , মাটি আলগা করে দিতে হবে। তখন কৃষক সহজেই তা বুঝতো। পরে বিভিন্ন উচ্চ ফলনশীল ফসল সম্পর্কে তাদের সাবলীল ভাষায় বুঝায় । নতুন জাত, প্রযুক্তি এবং উদ্ভাবন সম্পর্কে কৃষককে কৃষকের ভাষায় বুঝাতে হবে এবং তাদের সাথে মিশতে হবে। তবেই তারা বিষয়টি সহজভাবে নিবে এবং সে সম্পর্কে আগ্রহ দেখাবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সাংবাদিক সমিতির সদস্যদের বস্তুনিষ্ঠ সংবাদ তৈরি ও পরিবেশনে দক্ষতা বৃদ্ধির লক্ষে আয়োজিত ৯ দিনব্যাপী ‘ ট্রেনিং অন পেনডেমিক প্রিয়ড জার্নালিজম অ্যান্ড ফিউচার এগ্রিকালচার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপনকালে এসব কথা বলেন কৃষি সাংবাদিকতায় স্বাধীনতা পুরষ্কার প্রাপ্ত ও চ্যানেল আইয়ের হেড অফ নিউজ শাইখ সিরাজ।
করোনার কারণে এ প্রশিক্ষণটি অনলাইন জুম এপ্লিকেশনের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ও ইন্টারডিসিপ্লিনারি ইন্সটিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস) উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে। এটি চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় কর্মরত ১৬ জন ক্যাম্পাস প্রতিনিধি এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন।
আজ রবিবার বিকাল ৩ টায় আইআইএফএসের পরিচালক অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারির সভাপতিত্বে ও আইআইএফএসের সহকারী পরিচালক ড. রাখী চক্রবর্তীর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. এনামুল হক, সহকারি ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম এবং সহকারি প্রক্টর অধ্যাপক ড. চয়ন গোস্বামী।
প্রশিক্ষক হিসেবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার পানডে, কালের কন্ঠের জাহেদ রুবেল, প্রথম আলোর পার্থ সংকর সাহা, যমুনা টেলিভিশনের মহশীন উল হাকিম, বাংলা ট্রিবিউনের ফাতেমা আবেদিন নাজলা।