নেত্রকোনার মদন উপজেলার দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। শনিবার বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে অঙ্গসংগঠনের নেতাদের কেন্দ্রীয় বিএনপি বহিষ্কার করতে পারে কিনা- তা নিয়ে স্থানীয় নেতারা প্রশ্ন তুলেছেন। তারা দাবি করেছেন, গঠনতন্ত্র অনুযায়ী অঙ্গসংগঠনের নেতাদের কেবলমাত্র স্ব স্ব সংগঠনের কেন্দ্রই বহিষ্কার করার কথা। কিন্তু এক্ষেত্রে নিয়ম মানা হয়নি।
বিএনপির কেন্দ্রীয় ওই সহ-দফতর সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক নেত্রকোনা জেলাধীন মদন উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মো. আবদুর রউফ, মদন পৌর জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুর রহমান মিঠু, মদন উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ আহমেদ লায়ন, মদন উপজেলা জাতীয়তাবাদী যুবদলের প্রচার সম্পাদক মেহেদী হাসান অলি এবং মদন উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি মাশরিকুর রহমান বাচ্চুকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।